
ডেস্ক নিউজঃ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ রাখা এবং ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত দুটি যথাযথ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এক্ষেত্রে সরকার নিউটনের সূত্রের মত প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যদিও এ ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্কে ‘কোনো প্রভাব ফেলবে না’ বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কয়েক দফা বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা, সে সময় তিনি এসব মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে বাদ দিল, এটা তো নরমাল সেন্সে ভালো না। একটা ভালো প্লেয়ার। এমন না যে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল, মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার।
বাংলাদেশ যে রেসপন্স দিছে সেটা কমপ্লিটলি রোবাস্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট বলেও জানান তিনি। তিনি সরকারের এ সিদ্ধান্তকে নিউটনের সূত্র দিয়ে দেখতে চান।
সালেহউদ্দিন বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’

